22 C
Dhaka
Friday, February 21, 2025

মসজিদে সুদ-ঘুসের বিরুদ্ধে বয়ান করে চাকরি হারালেন ইমাম

মসজিদে সুদ-ঘুসের বিরুদ্ধে বয়ান করে চাকরি হারিয়েছেন চাঁদপুরের এক ইমাম। এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করায় পোস্টকারীসহ তিন মন্তব্যকারীকে সমাজচ্যুত করা হয়েছে। সমাজচ্যুত চার পরিবারের সদস্যরা অসহায় জীবন যাপন করছেন। সম্প্রতি চাঁদপুরের মতলব উত্তর পৌরসভায় এ ঘটনা ঘটে।

জানা যায়, চাঁদপুরের মতলব উত্তর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সাইফুদ্দিন বেপারী স্থানীয় মসজিদের ইমামকে চাকরি থেকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ হয়ে গত ২২ জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সুদ-ঘুসের বিরুদ্ধে বয়ান দেয়ায় ইমামের চাকরি গেল’ লিখে একটি পোস্ট করেন।

আরও পড়ুনঃ  ‘রিপন তুমি শেষ করে দিলে সবকিছু’

আর তাতে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় আরও তিন পরিবারের সদস্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় মসজিদ কমিটি ও এলাকাবাসীর সম্মানহানি হয়েছে দাবি করে ২৯ জুন সন্ধ্যায় এক বৈঠকের মাধ্যমে ওই ৪ পরিবারকে সমাজচ্যুত করেন তারা।

মসজিদের ইমাম রহমত উল্লাহ বলেন, ঈদের পরের শুক্রবার মসজিদে সুদ ও ঘুসের বিরুদ্ধে বয়ান করলে মসজিদ কমিটির লোকজন ক্ষেপে যান। তখন ইমামকে চাকরি ছেড়ে চলে যেতে বাধ্য করে বলেও জানান মসজিদের ইমাম।

এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সদস্য রুহুল আমিন মিয়াজী বলেন, সমাজের মুসল্লিদের অপমান করায় ৪ পরিবারকে সমাজচ্যুত করার শাস্তি দেওয়া হয়েছে। তাদেরকে মসজিদে আসা-যাওয়া এবং সমাজের অন্য সবার সঙ্গেও কথা বলতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশে ‘হিন্দু নির্যাতন’ নিয়ে গুজব ছড়ানো হয়েছে : বিবিসি

এদিকে পরিবারগুলোকে সমাজচ্যুত করা হয়নি বলে দাবি করেন পৌর কাউন্সিলর মো. সবুজ বেপারী।। তিনি বলেন মুসল্লিদের অপমান করায় তাদের ওপর একটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে মসজিদ কমিটির কাছে ক্ষমা চাইলে ঠিক হয়ে যাবে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর চাঁদপুর সভাপতি মোশারফ হোসেন বলেন, সমাজচ্যুত করার ক্ষমতা কারও নেই। ঘটনাটি মৌলিক মানবাধিকার লঙ্ঘন। এমন বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ