26 C
Dhaka
Wednesday, February 19, 2025

মধ্যরাতে ঢাবিতে বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তন

ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ধ্বংসের পর এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে নাম পরিবর্তন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল নামকরণ করে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে শিক্ষার্থীরা গণস্বাক্ষর গ্রহণ করে এই নতুন নাম নির্ধারণ করেন ।

শেখ হাসিনা ছাত্রলীগের ব্যানারে জাতীয় উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা ধানমন্ডির ৩২ নাম্বার বাড়িকে ধ্বংস করে দেওয়ার কর্মসূচি ঘোষণা করে এবং সেখানে ভাঙচুর ও বুলডোজার ও ক্রেন দিয়ে ধ্বংস করা হয়।

আরও পড়ুনঃ  রমজানে কাবায় তারাবি পড়াবেন সাত ইমাম

এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পুরাতন বিল্ডিংয়ে থাকা নামটি হাতুড়ি দিয়ে পিটিয়ে তুলে ফেলে সেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল নামকরণ করেন।

শিক্ষার্থীরা বলেন, যারা আমাদের ভাইকে হত্যা করেছে , অনেককে আহত করেছে সেসব ফ্যাসিস্টের কোন চিহ্ন এই ক্যাম্পাসে থাকবে না। এখন থেকে এই হলের নাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল।

এসময় সেই হলের শিক্ষার্থীরা গণস্বাক্ষর গ্রহণ করে অধিকাংশের মতের ভিত্তিতে এই নতুন নামকরণ করা হয়। অন্যদিকে, বিজয় একাত্তর হল ও অমর একুশে হলের ফলকে থাকা শেখ হাসিনার নাম শিক্ষার্থীরা মুছে ফেলে।

আরও পড়ুনঃ  ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বৈঠকে বসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ