গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয় গুড়িয়ে দিয়ে পরে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজিবের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে বৈষম্যবিরোধী ছাত্র জনতা।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শহরের ১নং রেলগেট এলাকায় জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর শুরু করার পর বুলডেজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। এরপর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজিবের বাড়িতে ভাঙচুর করা হয়।
A
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র জনতা শহরের পৌর শহীদ মিনার চত্বরে এসে জমায়েত হয়। পরে সেখান থেকে মিছিল নিয়ে বের হয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে ভাঙচুর চালানোর পরে বুলডোজার দিয়ে কার্যালয়টি গুড়িয়ে দেয়া হয়। পরে খানাপাড়ায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজিবের বাড়ি হামলা চালিয়ে ভাঙচুর করে।
এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা বলেন, কোথাও ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না। ফ্যাসিবাদী পুনরায় প্রতিষ্ঠার কার্যক্রম ছাত্র-জনতা এভাবেই রুখে দেবে।