সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিবের বাড়িতে ভাঙচুর করতে আসে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় স্থানীয়রা ধাওয়া দিলে ছাত্র-জনতা বাড়ি না ভেঙেই চলে যায়। এ সময় অন্তত তিনজন ছাত্র আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুরের ‘রাজ মঞ্জিল’ নামে সাবেক চেয়ারম্যানের পৈত্রিক বাস ভবনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্র-জনতারা কয়েক শতাধিক লোক বিভিন্ন স্লোগান দিয়ে চেয়ারম্যানের বাড়ির সামনে আসে। তখন উত্তেজিত ছাত্র-জনতা রাজ মঞ্জিলের প্রধান ফটক ভেঙে বাড়ির ভেতরে প্রবেশ করে। সেসময় স্থানীয় এলাকাবাসী ছাত্র-জনতাদের থামানোর জন্য সামনে এগিয়ে আসে। কিন্তু ছাত্ররা ভাঙচুর করতে চাইলে স্থানীয় লোকজন ছাত্রদের ধাওয়া করে। এসময় তিনজন আহত হন। পরে তিনজনকে আহত অবস্থায় উদ্ধারে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসে।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদ আল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে তিনজন চিকিৎসা নিতে এসেছিল। তাদের মধ্যে একজনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার প্রেরণ করা হয়েছে।
সাভার মডেল থানার ট্যানানি ফাঁড়ির ইনচার্জ আমির হোসেন ঢাকা পোস্টকে বলেন, সাবেক চেয়ারম্যানের বাড়ির সামনে ধাওয়া পাল্টা ধাওয়ার কথা শুনেছি। তবে বেশি কিছু জানি না।