নানা কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন জবি শিবিরের
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শিক্ষার্থীদের ফ্রি ব্লাড গ্রুপিং, দোয়া মাহফিল ও পথশিশুদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ছাত্রশিবির।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এসব কর্মসূচির আয়োজন করেন তারা। এ দিন সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে আয়োজন করা হয় ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প। বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আয়োজন করা হয় দোয়া মাহফিল। এ ছাড়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভিক্টোরিয়া পার্কে পথশিশুদের মধ্যে খাবার বিতরণ করে জবি শাখা শিবির।
শাখা ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, ১৯৭৭ সালের ৬ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মাত্র ৬ জন ভাইকে নিয়ে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, যা এখন লক্ষ লক্ষ ছাত্রদের মাঝে পৌঁছে গেছে। ইসলামি ছাত্রশিবির সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরিতে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকে আমাদের এই পথচলা সহজ ছিল না। আমাদের অসংখ্য ভাই শহীদ হয়েছেন, অসংখ্য ভাই পঙ্গুত্ব বরণ করেছেন। জুলাই বিপ্লবেও অনেক ভাই শহিদ হয়েছেন। অনেকেই নিজেদের ক্যাম্পাস জীবন শেষ করতে পারেনি জুলুম নির্যাতনের কারণে।
শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রিয়াজুল ইসলাম বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। আমরা সবসময় চেষ্টা করি, শিক্ষাবান্ধব এবং ক্যাম্পাসের সুষ্ঠু পরিস্থিতি বজায় রেখে কর্মসূচি গ্রহণ করার জন্য। আমরা প্রত্যাশা করছি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এই প্রতিষ্ঠানের অধীনে সংঘবদ্ধ হয়ে বাংলাদেশকে অর্থনৈতিক শোষণ রাজনৈতিক নিপীড়ন এবং সাংস্কৃতিক গোলামী থেকে মুক্ত করে একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করবে।