25 C
Dhaka
Wednesday, February 19, 2025

রমজানে কাবায় তারাবি পড়াবেন সাত ইমাম

রমজানে কাবায় তারাবি পড়াবেন সাত ইমাম
পবিত্র রমজান মাসে কাবা শরীফে তারাবির নামাজ পড়াবেন সাত ইমাম। গতকাল শুক্রবার (৩১ জানুয়ারি) দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সি এই ইমামদের দায়িত্ব প্রদান করে তাদের নাম প্রকাশ করে।

চাঁদ দেখা সাপেক্ষে সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ১ মার্চ থেকে মহিমান্বিত মাস রমজান শুরু হতে পারে। গতকাল থেকে সৌদিতে শাবান মাস শুরু হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি হবে শাবানের ২৯তম দিন। এদিন রমজানের চাঁদের খোঁজে দেশটির চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। ওইদিন চাঁদ দেখা না গেলে ২ মার্চ থেকে শুরু হবে রমজান।

আরও পড়ুনঃ  মীর মুগ্ধকে হত্যার ঘটনার ৪ মিনিটের ভিডিও প্রকাশ

এশার নামাজের পর মূলত তারাবির নামাজ আদায় করা হয়। হযরত মোহাম্মদ (সাঃ) তাহাজ্জুদ নামাজের কয়েক ঘণ্টা আগে সবাইকে নিয়ে তারাবির নামাজ পড়তেন।

দুই পবিত্র স্থান কাবা ও মদিনার মসজিদে নববীতে তারাবির নামাজে হাজার হাজার মানুষ যুক্ত হন। এছাড়া এই নামাজ টিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।

বছরের অন্যান্য সময়ের তুলনায় রজমানেই সবচেয়ে বেশি মানুষ ওমরাহ পালন করেন। এতে করে মক্কায় এ সময়টায় মানুষের বেশি ভিড় থাকে।

কাবায় যারা তারাবির নামাজ পড়াবেন—

আরও পড়ুনঃ  এবার জয়ের উদ্দেশে যা বললেন সারজিস

১। শেখ আব্দুর রহমান আস সুদাইস

২। শেখ মাহের আল মুয়াইকলি

৩। শেখ আব্দুল্লাহ জুহানি

৪। শেখ বান্দার বালিলাহ

৫। শেখ ইয়াসির দাওসারি

৬। শেখ বদর আল তুর্কি

৭। শেখ ওয়ালিদ আল শামসান

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ