26 C
Dhaka
Saturday, February 22, 2025

কারাগারের শৌচাগারে পড়ে মাথায় আঘাত পেলেন আ. লীগের সাবেক এমপি লতিফ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের শৌচাগারে পড়ে মাথায় আঘাত পেয়েছেন চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ। মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন খান। তিনি বলেন, ‘শৌচাগারে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন এম এ লতিফ। তিনি এখন আশঙ্কামুক্ত। তবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে তার মাথায় একটা সমস্যা পাওয়া গেছে। সমস্যাটা হলো মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে গেছে। এছাড়া তিনি বাইপাসের রোগী। লতিফ এখন নিউরো সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

আরও পড়ুনঃ  অস্ত্র বানাতে ইসরায়েলকে টাকা দিচ্ছে মুসলিম দেশ

এর আগে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান লতিফ। ৯ আগস্ট নগরের পূর্ব মাদারবাড়ি মালুম মসজিদে জুমার নামাজ পড়তে গিয়ে সাধারণ মানুষের রোষানলে পড়েন তিনি। সেখান থেকে তাকে হেফাজতে নেয় সেনাবাহিনী। ১৭ আগস্ট ডবলমুরিং থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর থেকে লতিফ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ছিলেন।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ