22 C
Dhaka
Friday, February 21, 2025

ইডেনের ৩৮ কক্ষ দখলে রাখা সেই রিভা ভারতে

সদ্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক সময়ের আলোচিত নেত্রী ছিলেন তারা। শিক্ষার্থীদের নির্যাতন, হলে সিট-বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডারবাণিজ্য, সচিবালয়ে তদবির, নিয়োগ বাণিজ্য, ব্ল্যাকমেইলসহ কোনো কিছুতেই পিছিয়ে ছিলেন এসব নেত্রীরা। ইডেন মহিলা কলেজের ছয়টি হলের ৩৮টি কক্ষের অঘোষিত মালিক ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি ও ইডেন কলেজ শাখার সভাপতি রিভা।

এসব কক্ষের প্রতিটিতে আটজন করে শিক্ষার্থী থাকতেন। অভিযোগ আছে, তিনি প্রতি মাসে প্রতিটি সিট থেকে দুই হাজার টাকা করে ‘ভাড়া’ নিতেন সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে। সে হিসাবে প্রতি মাসেই তার ছয় লাখ টাকা সিট-বাণিজ‍্য থেকে অবৈধ আয় হতো।

আরও পড়ুনঃ  আমরা জামায়াতকে ইসলামি দল মনে করি না: মুহিব্বুল্লাহ বাবুনগরী

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, রিভা সব সময় মারমুখী অবস্থানে থাকতেন। পান থেকে চুন খসলেই সাধারণ শিক্ষার্থীরা তো বটেই, তার হাত থেকে রক্ষা পেতেন না নিজ সংগঠনের নেতাকর্মীরাও।

গত ১৬ জুলাই রাত ৩টার দিকে রিভাকে হল ছেড়ে পালাতে দেখেছেন শিক্ষার্থীরা। নাম প্রকাশে অনিচ্ছুক রিভার ঘনিষ্ঠ আরেক নেত্রী গণমাধ্যমকে জানান, বর্তমানে রিভা ভারতে আশ্রয় নিয়েছেন।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ