জামালপুরের মাদারগঞ্জে মাছ ব্যবসায়ীকে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবারের এ ঘটনায় দুই ছাত্রনেতাসহ চারজনের বিরুদ্ধে শুক্রবার থানায় লিখিত অভিযোগ করেন ওই মাছ ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারগঞ্জ থানা মোড় এলাকায় মৎস্য আড়তে মাছের ব্যবসায়ী ইউসুফ আলীর ছেলে জান্নাতুল ফেরদৌস ও প্রতিপক্ষের সঙ্গে ঝগড়া হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আনন্দ ও বিজয় এ বিষয়ে সমঝোতার জন্য কথা বলতে যান।
পরে তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। তারপর সেখান থেকে বিজয় ও রুমন চলে আসেন। এ ঘটনার পর মাছ ব্যবসায়ী ইউসুফ আলী মাদারগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার যুগ্ম সদস্যসচিব ওমর ফয়সাল বলেন, ‘জান্নাতুল ফেরদৌস ছাত্রদলের নেতা।
ইউসুফ আলী ও তার ছেলে তার বাড়ির পাশে এক লোকের সঙ্গে ঝগড়া করছিল। পরে বিজয় ও রুমন সমঝোতা করার জন্য গিয়েছিল। এ ঘটনায় বিজয়ী ও রুমনসহ কয়েকজনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানা পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছেন।
’
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন বলেন, ‘এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা পুলিশ তদন্ত করছে। তদন্ত শেষ না হলে আগেই কিছু বলা যাচ্ছে না।