22 C
Dhaka
Wednesday, February 19, 2025

নাতি-নাতনি বাদ, ঢাবিতে কোটা থাকছে শুধু মুক্তিযোদ্ধা সন্তানদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিতে মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের বাদ দিয়ে শুধুমাত্র তাদের সন্তানদের জন্য কোটা রাখা হয়েছে। এমনটাই জানিয়েছেন উপাচার্য নিয়াজ আহমদ খান।

শনিবার সকাল ১১টায় কলা অনুষদের ভর্তি পরীক্ষা পরিদর্শন করতে গিয়ে একথা জানান। উপাচার্য আরও জানান, ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে এবং প্রশ্নফাঁসের কোনো অভিযোগ পাওয়া যায়নি।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোটা নিয়ে যৌক্তিক সংস্কার আনা হয়েছে এবং মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের বাদ দেয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাবি কেন্দ্রসহ দেশের আট বিভাগীয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় ২,৯৩৪টি আসনের জন্য ১ লাখ ২৫ হাজার ৪১৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যার ফলে প্রতি আসনের জন্য ৪৩ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করেন। পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে।

আরও পড়ুনঃ  আ.লীগ নেতা পান্না কীভাবে খুন হয়েছিল, জানাল ভারতের পুলিশ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ