26 C
Dhaka
Wednesday, February 19, 2025

এমপি আনার হত্যা

সিয়াম নেপালে আটক হয়েছে বলে শুনেছি: ডিবির হারুন

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জ‌ড়িত গুরুত্বপূর্ণ আসামিদের ম‌ধ্যে অনেকে নেপালে রয়েছে বলে ধারণা করছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ। এ ছাড়া হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীনের সহকারী সিয়াম নেপালে আটক হওয়ার কথা শুনেছেন বলেও জানান তিনি।

শনিবার (১ জুন) নেপালের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা জানান ডিবির হারুন।

হারুন অর রশিদ সাংবাদিকদের বলেন, ‘শাহীনের সহকারী সিয়াম নেপালে আটক হয়েছে বলে শুনেছি। এ ছাড়া হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পর অন্যান্য আসামিরাও নেপালে যাওয়ার সম্ভাবনা আছে। সবদিক বিবেচনা করে নেপাল যাচ্ছি।’

আরও পড়ুনঃ  ‘রিপন তুমি শেষ করে দিলে সবকিছু’

তিনি বলেন, ইন্টারপোলকে ইতোমধ্যে চি‌ঠি দেয়া হয়েছে। কাঠমান্ডু পু‌লি‌শের স‌ঙ্গে তথ‌্য আদানপ্রদান চলছে।

তিনি আরও বলেন, ‘এ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত গ্রেফতার চার আসামিকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেগুলো ক্রস চেক করতে নেপাল যাচ্ছি।’

গত ১২ মে চিকিৎসার জন্য কলকাতা যান ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। গণমাধ্যমের খবর অনুযায়ী, ১৩ মে তিনি খুন হন। ২২ মে কলকাতার নিউটাউনের একটি অ্যাপার্টমেন্টে হত্যার আলামত পাওয়া যায়।

এই ঘটনায় ভারতের কলকাতায় তদন্তের পর এবার চার সদস‌্যদের ‌ডি‌বির এক‌টি টিম নেপা‌লের উদ্দেশে রওনা দি‌য়ে‌ছে। ডি‌এম‌পির ডি‌বির প্রধান হারুন অর র‌শি‌দের নেতৃ‌ত্বে ডি‌বি দ‌লের ৩ সদস‌্য ও একজন ন্যাশনাল সেন্ট্রাল ব‌্যু‌রোসের (এন‌সি‌বি) সদস‌্যসহ মোট চারজ‌নের এক‌টি দল যা‌চ্ছে নেপা‌লে।

আরও পড়ুনঃ  ৪২ বছর ধরে রোজা রাখা ইনছান আলী এবার যাচ্ছেন হজে
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ