22 C
Dhaka
Friday, February 21, 2025

ডিউটিরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে এএসআইয়ের মৃত্যু

সিরাজগঞ্জের কাজিপুরে ডিউটিরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে আব্দুর রাজ্জাক নামে এক সহকারী উপপরিদর্শক (এএসআই) মৃত্যুবরণ করেছেন।

শনিবার (১ জুন) বিকেল ৫টার দিকে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কাজিপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার বিকেলে এএসআই আব্দুর রাজ্জাক ওয়ারেন্ট তামিল করছিলেন। এ অবস্থায় তিনি বুকে ব্যথা অনুভব করলে সহকর্মীরা তাৎক্ষণিক কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুনঃ  সাইবার ক্রাইমে যাচ্ছেন রাজস্বের সেই মতিউর

তিনি আরও বলেন, আব্দুর রাজ্জাক কাজিপুর থানায় সাড়ে তিন বছর ধরে কর্মরত।

কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তৃনা বলেন, পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গে আমরা ইসিজি করেছি। তখন তার অবস্থা বেশি ভালো ছিল না। এর কিছুক্ষণ পরেই তিনি মারা যান।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ