29 C
Dhaka
Wednesday, February 19, 2025

বৃষ্টি নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস

গত কয়েকদিনে টানা বর্ষণ এবং উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তবে বৃষ্টির এ পরিধি আরও দুদিন চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

বুধবার (১৯ জুন) আবহাওয়াবিদ আবদুর রহমান খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হচ্ছে। কখনো কখনো থেমে থেমে কখনো কখনো মুসলধারে বৃষ্টিপাত হচ্ছে। এ ধারা আগামী আরও দুদিন অব্যাহত থাকবে। দুদিন পর বৃষ্টিপাতের পরিধি কমে আসার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  বিপজ্জনক ঝড়ে রূপ নিচ্ছে বেরিল, আঘাত হানতে পারে ঘণ্টায় ১৭৯ কি.মি বেগে

এদিকে গত ২৪ ঘণ্টায় নেত্রকোনায় সবচেয়ে বেশি বৃষ্টি ঝরেছে বহলে জানান এ আবহাওয়াবিদ। সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে নেত্রকোনায় ১৯৯ মিলিমিটার। এ ছাড়াও সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১০০ মিলিমিটার। আর সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৫৪ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ