22 C
Dhaka
Wednesday, February 19, 2025

বিয়ের দাবিতে রায়হানের বাড়িতে কিশোরী

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিক রায়হান মল্লিকের বাড়িতে অনশন করেছে প্রেমিকা দশম শ্রেণির এক শিক্ষার্থী।

বুধবার (১৯ জুন) উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সারেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার বরিয়া গ্রামের আনিস মল্লিকের ছেলে রায়হান মল্লিকের সঙ্গে একই গ্রামের প্রেমিকা ওই শিক্ষার্থীর দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চলে আসছিল। এরই জেরে গত মঙ্গলবার (১৮ জুন) রাতে প্রেমিকার মা বাসায় না থাকার সুযোগে প্রেমিক রায়হান বাসায় ঢুকে প্রেমিকার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। পরে বাড়ির লোকজনের বিষয়টি টের পেয়ে ধাওয়া দিলে রায়হান পালিয়ে যায়। এ ঘটনা মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ  এমপি আনার হত্যার বিষয়ে নতুন তথ্য দিলেন মেয়র আশরাফ

বুধবার প্রেমিকা প্রেমিক রায়হানের বাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিয়ের দাবিতে অনশন করে। কিন্তু রায়হানের পরিবার ওই প্রেমিকা ও রায়হানের সম্পর্ক মেনে নেবে না বলে জানান। এমনকি প্রেমিকাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করে এবং বাসার গেটে তালা মেরে রাখে। পরে প্রেমিকা বিয়ের দাবিতে রায়হানের বাসার সামনেই বসে থাকে।

মিতু জানান, রায়হান যদি তাকে বিয়ে না করে তাহলে সে আত্মহত্যা করবে। এ ঘটনার পর থেকে প্রেমিক রায়হান বাড়ি থেকে পালিয়ে আছে।

আরও পড়ুনঃ  ‘সিদ্ধান্ত নিয়েছি ব্যাংক খুলব না, খুলে গ্রাহকদের মার খাব নাকি’

এ বিষয়ে প্রেমিক রাহানের পরিবারের কাছে জানতে চাইলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

বাকেরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোস্তফা বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ