25 C
Dhaka
Wednesday, February 19, 2025

ধর্ষণের কথা বাবাকে জানাবে বলায় কিশোরীকে সালোয়ার পেঁচিয়ে হত্যা

ফরিদপুরের ভাঙ্গায় পুকুরে গোসল করার সময় কিশোরী রেখাকে অশ্লীল ভিডিও দেখানোর প্রলোভনে পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী শাহাদাত হোসেন। কিশোরী তার বাবার কাছে বলে দেবে জানালে শাহাদাত নিষেধ করে। কিশোরী রেখা না শোনায় ক্ষিপ্ত হয়ে পরনের সালোয়ার গলায় পেঁচিয়ে তাকে হত্যা করে মরদেহ পাটক্ষেতে ফেলে যায় শাহাদাত।

সোমবার (১ জুলাই) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোর্শেদ আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

এসপি মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, হত্যার পর ওই কিশোরীর মরদেহ পাটক্ষেতে রেখে বাড়িতে গিয়ে শাহাদাত তার বাবা টুকু মাতুব্বরের কাছে হত্যার বিষয়টি জানায়। তার বাবা তখন তাকে গালমন্দ করে। শাহাদাতের বাবা ঘটনার দিন বিকেল ৫টার দিকে ধানক্ষেত দেখতে যাওয়ার ভান করে পাটক্ষেতে গিয়ে রেখার মরদেহ দেখে এসে একটি নাটক সাজিয়ে কিশোরীর পরিবারকে জানান যে রেখার মরদেহ পাটক্ষেতের মধ্যে পড়ে আছে।

আরও পড়ুনঃ  অপরাধী যতই প্রভাবশালী হোক সরকারের কোনো সাপোর্ট পাবে না: সালমান এফ রহমান

তিনি বলেন, পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও স্থানীয় সোর্সের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শাহাদাতকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় রেখার পরনের সালোয়ার-ওড়না এবং শাহাদাতের একটি স্মার্টফোন, একটি জার্সি ও হাফপ্যান্ট। পরে শাহাদাত এ ঘটনার সঙ্গে জড়িত বলে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শৈলেন চাকমা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) তালাত মাহমুদ শাহানশাহ, ভাঙ্গা থানার ওসি মামুন আল রশিদ, ট্রাফিক পরিদর্শক (টিআই) তুহিন লস্কর, ডিবির ওসি (কোতোয়ালি জোন) আব্দুল মতিন প্রমুখ।

আরও পড়ুনঃ  যে কারণে দেশে ব্রাহামা গরু আমদানি নিষিদ্ধ

এর আগে শুক্রবার (২৮ জুন) ফরিদপুরের ভাঙ্গার হোগলাকান্দী এলাকায় একটি পাটক্ষেত থেকে রেখা নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার একদিন পর থানায় একটি ধর্ষণ ও হত্যা মামলা করা হয়। পরে পুলিশ তদন্ত করে ঘটনার রহস্য উদঘাটন করতে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ