21 C
Dhaka
Friday, February 21, 2025

বড় ধাক্কা কোকাকোলায়, বন্ধ বটলিং ইনভেস্টমেন্ট গ্রুপ!

গাজায় ইসরায়েলি বর্বরতার পর একের পর এক দেশ মুখ ফিরিয়ে নিতে শুরু করে ইসরায়েলি পণ্য থেকে। এই তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় ছিল কোকাকোলা। এমন পরিস্থিতিতে বোতলজাতকরণের ব্যবসা থেকে সরে ব্র্যান্ড ভ্যালু ও পণ্যের গুণগত মানের দিকে নজর দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে কোকাকোলা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের এবং প্রতিবেদনে বলা হয়েছে, কোকাকোলার বটলিং ইনভেস্টমেন্ট গ্রুপ (বিআইজি) নামে একটি সংস্থা বন্ধ করে দেয়া হচ্ছে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে এতদিন ভারতসহ বিশ্ববাজারে বোতলজাত কার্যক্রম পরিচালনা করে আসছিল কোকাকোলা।

আরও পড়ুনঃ  ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল করলে ক্ষতিগ্রস্ত হবেন ১৬ লাখ ভারতীয়বিশ্ব

কোকাকোলার এক নোটের বার্তার বরাতে আরেক ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস লিখেছে, ৩০ জুন থেকে বিআইজি বন্ধ হয়ে গেলে ভারত, নেপাল ও শ্রীলঙ্কায় এর কার্যক্রম কোকাকোলার অভ্যন্তরীণ বোর্ডের হাতে চলে যাবে।

ভারত ছাড়াও বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, ভিয়েতনাম, কম্বোডিয়া, ওমান ও আফ্রিকায় কার্যক্রম পরিচালনা করে বিআইজি।

এবিপি আনন্দের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোকাকোলার এই পদক্ষেপ ভারতে তার ব্যবসায় বিশেষ প্রভাব ফেলতে চলেছে। ভারতে কোকাকোলার সম্পূর্ণ মালিকানাধীন বোতলজাত সংস্থা হিন্দুস্থান কোকাকোলা বেভারেজ দ্বারা নিয়ন্ত্রিত হতো।

আরও পড়ুনঃ  বিমান বিধ্বস্ত, নিহত সব যাত্রী
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ