21 C
Dhaka
Saturday, February 22, 2025

বিপ্লব কুমারসহ ডিএমপির তিন যুগ্ম কমিশনারকে বদলি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদরদপ্তর (অপারেশন) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার খোন্দকার নুরন্নবী।

বুধবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।

যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ বিভাগে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হওয়া যুগ্ম কমিশনার খোন্দকার নুরন্নবী অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ বিভাগের দায়িত্বে ছিলেন।

ওই আদেশেই ডিএমপির যুগ্ম কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা দক্ষিণ) সঞ্জিত কুমার রায়কে গোয়েন্দা উত্তর বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  অন্তর্বর্তীকালীন সরকারে শপথ নেওয়ার পর যা বললেন ড. আসিফ নজরুল

এতে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ