22 C
Dhaka
Thursday, February 20, 2025

রাবির ৩ শিক্ষার্থীকে ছাড়িয়ে ফিরলেন শিক্ষকরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আটক তিন শিক্ষার্থীকে মতিহার থানা থেকে ছাড়ালেন শিক্ষকরা। এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে আটক করে মহানগর পুলিশ।

বুধবার (৩১ জুলাই) রাত ১টার দিকে শিক্ষকরা তাদের ছাড়াতে পেরেছেন বলে নিশ্চিত করা হয়েছে।

এর আগে, শিক্ষার্থীদের আটকের খবরে থানায় যান বিশ্ববিদ্যলয়ের বেশ কয়েকজন শিক্ষক। আটককৃতদের না ছাড়া পর্যন্ত তারা ফিরে যাবেন না বলেও সে সময় জানান তারা।

জানা গেছে, মহানগরীর রাজপাড়া থানায় ২ জন ও মতিহার থানায় ৩ জন শিক্ষার্থী আটক ছিলেন। তবে আজ মতিহার থানায় আটক ৩ জনকে ছাড়াতে তারা সক্ষম হয়েছেন। বাকিদের মুক্ত করতে চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  ঢাবির বন্ধ থাকা হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ শিক্ষার্থীদের
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ