22 C
Dhaka
Wednesday, February 19, 2025

শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

অশুভ শক্তি থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে শিক্ষকরা অঙ্গীকারবদ্ধ

অশুভ শক্তির কবল থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে অঙ্গীকার ব্যক্ত করেছেন শিক্ষকরা।

শনিবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক ও কলেজের অধ্যক্ষরা।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি এম.এম. ইমরুল কায়েস।

আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান প্রধানমন্ত্রী
তিনি জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১০টা ২০ মিনিট পর্যন্ত প্রায় তিন ঘণ্টা বৈঠক হয়। বৈঠকে তারা কোটাবিরোধী আন্দোলনের ফলে সৃষ্ট সার্বিক পরিস্থিতি এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুনঃ  এমপি আনারের মৃতদেহ উদ্ধার নিয়ে ধোঁয়াশা

তিনি আরও বলেন, বৈঠকে অশুভ শক্তির কবল থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে শিক্ষকরা অঙ্গীকার ব্যক্ত করেন। সূত্র- বাসস

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ