22 C
Dhaka
Wednesday, February 19, 2025

স্বরাষ্ট্র উপদেষ্টার সৎ পরামর্শ মেনে নিতে পারল না সেই মব: জয়

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ছবি: ফেসবুক থেকে নেওয়া
আওয়ামী লীগকে পুনর্গঠনের উদ্যোগ নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছে বিএনপিহ বিভিন্ন রাজনৈতিক দল। এ বক্তব্যের সমালোচনা করেছে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও।

এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার এ বক্তব্য নিয়ে গতকাল সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

আরও পড়ুনঃ  সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুর রহমান গ্রেপ্তার

জয় লেখেন, ‘আজ স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগকে বাংলাদেশের একটি বড় দল হিসেবে পুনরায় সংগঠিত হতে বললেন। একই সঙ্গে এ দেশের স্বাধীনতা যে আওয়ামী লীগের হাত ধরেই এসেছে সেটাও উল্লেখ করলেন। তাঁর এই সৎ পরামর্শ কোনোভাবেই মেনে নিতে পারল না সেই একই ‘মব’, উল্টো তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমার মায়ের মতোই পরিণতি ভোগ করতে হবে বলে হুমকিও দিল।’

গত ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মধ্য দিয়ে তাঁর টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হয়। এরপর থেকেই শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগসহ নানা বিষয় নিয়ে সরব তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়। ৫ আগস্ট জয় জানিয়েছিলেন, শেখ হাসিনা বা তাঁর পরিবারের কেউই আর রাজনীতিতে আসবেন না। তবে ১০ আগস্ট রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় দাবি করেছেন, পদত্যাগই করেননি শেখ হাসিনা। সংবিধান অনুযায়ী শেখ হাসিনাই এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী।

আরও পড়ুনঃ  কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন আয়মান সাদিক

গত ১২ আগস্ট সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ১৫ আগস্ট উপলক্ষে একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে তিনি নেতা-কর্মীদের ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ