ফরিদপুর শহরের মদনখালীর স্লুইসগেট এলাকায় বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর ফাহাদ আহমেদ (২০) নামের সেই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে একই এলাকা থেকে পানিতে ভাসমান অবস্থায় ওই কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে ১১ আগস্ট দুপুর ১টার দিকে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে ওই কলেজছাত্র নিখোঁজ হন। নিখোঁজ ফাহাদ একই শহরের টেপাখোলা এলাকার মো. হোসেন আহমেদের ছেলে বলে জানা গেছে। তিনি সরকারি রাজেন্দ্র কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ বাড়ৈই। তিনি বলেন, সোমবার দুপুরে স্থানীয়রা ভাসমান অবস্থায় ওই কলেজছাত্রের মরদেহ দেখে আমাদের খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে আমরা মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি।
এর আগে গত ৩ জুলাই ফারদিন শেখ (১৮) নামে আরেক কলেজছাত্রও ওই স্লুইসগেট এলাকায় গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। পরে দুদিন পর ফারদিনের মরদেহ উদ্ধার করা হয়। ফারদিন একই শহরের কমলাপুর বালির মাঠ এলাকার সিরাজ শেখের ছেলে ছিলেন। তিনি সরকারি ইয়াছিন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ওই ঘটনার পর স্লুইসগেট এলাকায় পানিতে না নামতে ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই ঘটনার একমাস পেরোনোর পর ফের গোসল করতে নেমে ফাহাদ আহামেদ মারা গেলেন।