29 C
Dhaka
Saturday, February 22, 2025

বসুন্ধরার মালিক আকবর সোবহান ও সায়েম সোবহান আনভিরের বিরুদ্ধে হত্যা মামলা

বাড্ডায় বসুন্ধরার মালিক আকবর সোবহান ও সায়েম সোবহান আনভিরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ অনেককেই আসামি করা হয়েছে।

মামলার বাদি মোছাঃ মাছুম, পিতা- ইউনুছ শিকদার, সাং- ১৪/১: তেতুল তলা রোড, উত্তর বাড্ডা অংশ-১, গুলশান ১২১২, বাড্ডা, ঢাকা।

এজাহারে তিনি বলেন, গত ১৯ জুলাই ১২টার আমার ছেলে তার কর্মস্থলে উদ্দেশ্যে বাসা থেকে বাহির হন। উক্ত সময় উত্তর বাড্ডা ফুজি টাওয়ারের উত্তর পাশের প্রগতি স্বরণী রাস্তায় বৈষম্য ছাত্র জনতার কোটা বিরোধী মিছিল হইতেছিল। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ প্ররোচনায় আমার ছেলে প্রথমে আহত ও পরে মৃত্যু বরন করে।

আরও পড়ুনঃ  অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে আবারও রক্ত দিতে প্রস্তুত : সারজিস

অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেষ হাসিনা, আসানুজ্জামান খান কামাল সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ডা. দীপু মনি সাবেক সমাজকল্যাণমন্ত্রী, সালমান এফ রহমান, মোহাম্মদ এ আরাফাত (সাবেক তথা মন্ত্রী ও সংসদ সদস্য ঢাকা-১৭), আতিকুল ইসলাম (মেয়র ঢাকা উত্তর সিটি কর্পোরেশন), এম রহমাতউল্যাহ সাবেক সংসদ সদস্য, মো আকবর সোবহান শাহ আলম ঠিকানা বসুন্ধরা আবাসক এলাকা যানা ভাটারা, ঢাকা, সায়েম সোবহান আনভির, পিতা মো আকবর সোবহান শাহ আলম, ঠিকানা বসুন্ধরা আবাসিক এলাকা থানা ভাটারা, মোজাম্মেল বাবু (৭১ টিভি)। পিতা অজ্ঞাত, ঠিকানা বারিধারা ব্লক কে, গুলশান, ঢাকা। বাড্ডা থানায় দায়েরকৃত মামলা নম্বর-৪। বিস্তারিত আসছে।

আরও পড়ুনঃ  আয়নাঘরে হতো নির্মম নির্যাতন, অনেক রাত ঘুমাতে পারিনি : মুক্তিপ্রাপ্ত বন্দী
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ