21 C
Dhaka
Friday, February 21, 2025

মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ জনকে ফেরত পাঠাল বিএসএফ

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ১০ জনকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২৪ আগস্ট) ভোরে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার হয়ে নিজ নিজ গন্তব্যে চলে যায় পুশব্যাক হওয়া ব্যক্তিরা।

এদের মধ্যে চারজন নারী এবং ছয়জন পুরুষ। তবে দায় এড়াতে পুশব্যাকের বিষয়টি অস্বীকার করেছে বিজিবি মুজিবনগর কোম্পানি কমান্ডার।

পুশব্যাক হয়ে আসা কয়েকজন জানান, বিভিন্ন সময়ে তারা ভারতে যায়। পাসপোর্ট ভিসা ছাড়াই ভারতে অবস্থানের দায়ে তারা গ্রেপ্তার হয়। বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর জেল থেকে মুক্তি পেলে বিএসএফ সদস্যরা তাদেরকে শুক্রবার রাতে মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্তের কাছে নিয়ে আসে। শনিবার ভোরের দিকে সীমান্তের কাঁটাতারের বেড়া খুলে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। তাদের বাড়ি ঢাকা, নোয়াখালী ও নরসিংদীসহ বিভিন্ন জেলায়।

আরও পড়ুনঃ  শত শত তরুণীকে ফাঁদে ফেলে যৌন ব্যবসা, ৭ বছরে আয় শতকোটি টাকা

স্থানীয়রা জানান, ভোরের দিকে সীমান্তের গ্রামগুলো পেরিয়ে ওই ১০ জন আসেন মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে। সেখান থেকে দূরপাল্লার বাসযোগে তারা গন্তব্যে চলে যায়।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ