22 C
Dhaka
Wednesday, February 19, 2025

মুক্তিযোদ্ধা কোটার শিক্ষকদের তালিকা পাঠানোর নির্দেশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান ও সহকারী শিক্ষক পদে কতজন শিক্ষক মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত হয়ে কর্মরত আছেন তাদের তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

রোববার (২৫ আগস্ট) যুগ্মসচিব মো. লুৎফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রোক্ত স্মারকের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান ও সহকারী শিক্ষক পদে কতজন শিক্ষক মুক্তিযোদ্ধা কোটায় নির্বাচিত হয়ে অদ্যাবধি কর্মরত আছেন সে বিষয়ে সংযুক্ত পত্রের ছক মোতাবেক একটি পূর্ণাঙ্গ তথ্য আগামী বুধবার (২৮ আগস্ট) দুপুর ১২:০০ ঘটিকার মধ্যে নিয়োগ শাখার মেইলে পাঠানোর অনুরোধ করা হলো।

আরও পড়ুনঃ  ক্রিকেটার সাকিব রাজনীতিক হলেন, মানুষের হতে পারলেন কই

এক নজরে অধ্যাপক নিয়াজ আহমেদ খান
নির্দেশনায় একটি ইমেইল যোগ করা হয়েছে। এরপর এ ইমেইলে ad.recruitdpe@yahoo.com এক্সেল ফরমেটে সফটকপি ও পিডিএফকপি পাঠাতে বলা হয়েছে।

বিষয়টি অতীব জরুরি বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ