22 C
Dhaka
Friday, February 21, 2025

শনিবার ঢাকায় আসছেন ডোনাল্ড লু, গুরুত্ব পাবে যেসব বিষয়

তিনদিনের সফরে ঢাকায় আসছে যুক্তরাষ্টের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। এ দলে থাকছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ও ইউএসএইডের এশিয়া বিষয়ক উপ-সহকারী প্রশাসক অঞ্জলি কৌরসহ আরও কয়েকজন।

সফরে প্রতিনিধি দল প্রধান অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ বেশ কয়েকজন উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন।

রাজনৈতিক পটপরিবর্তনের পর মার্কিন প্রতিনিধি দলের এ সফরে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার ও আর্থিক ও অর্থনৈতিক সহযোগিতার বিষয় গুরুত্ব পাবে বলে জানা গেছে।

আরও পড়ুনঃ  নাসরুল্লাহর স্থলাভিষিক্ত হচ্ছেন ‘রাসুলুল্লাহ্ (স.) এর বংশধর

এদিকে ডোনাল্ড লু সরাসরি ওয়াশিংটন থেকে ঢাকা আসছেন না। তিনি ঢাকা আসবেন দিল্লি হয়ে। সেখানে ওয়াশিংটন-দিল্লি প্রতিরক্ষাবিষয়ক ইন্টারসেশনাল সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করবেন তিনি। এ বৈঠকে যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপক্ষীয় ইস্যুর পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে বাংলাদেশ প্রসঙ্গ। এতে ঢাকাকে বিরক্ত না করার জন্য ওয়াশিংটনের পক্ষ থেকে দিল্লিকে বার্তা দেওয়া হবে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ