22 C
Dhaka
Thursday, February 20, 2025

যে কারণে বহিষ্কার হলেন আপা আপা বলা সেই আওয়ামীলীগ নেতা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে অবস্থান করছেন ভারতে। তার সঙ্গে এমতাবস্থায় ফোনে কথা বলেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ জ্যাকসন হাইটস ইউনিট কমিটির সাধারণ সম্পাদক মো. তানভীর কায়সার। এর পর সেই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ায় তাকে বহিষ্কার করছে দলটি।

স্থানীয় সময় মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান স্বাক্ষরিত এক লিখিত আদেশে তাকে বহিষ্কার করা হয়। এতে উল্লেখ করা হয়েছে, বার বার সতর্ক করা সত্ত্বেও দলের নীতি, আদর্শ, চেতনা ও মূল্যবোধবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় দলীয় সিদ্ধান্তে তানভীরকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুনঃ  বিরোধী রাজনীতিতে নতুন মেরূকরণ!

রফিকুর রহমান আরও জানান, গত ১২ সেপ্টেম্বর আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের পর তানভীর কায়সার সেই অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। এতে দলের সভাপতিকে হেয় করা হয়েছে। একজন দলীয় কর্মী হয়ে এমন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তির দলে থাকার কোনো অধিকার নেই। তাই ১৬ সেপ্টেম্বর নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীদের সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনেকের কথোপকথনের অডিও ফাঁসের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করছেন। তবে এসব কল রেকর্ড কীভাবে ফাঁস হচ্ছে তার কোনো সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  অবশেষে রাষ্ট সংস্কারের রূপরেখা দিল জামায়াত
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ