যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।
বাংলাদেশে দ্রুত সময়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার প্রয়োজনীয়তা নিয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে বলে জানান তিনি। তবে মোদি বাংলাদেশ নিয়ে ঠিক কী বলেছেন সেটি স্পষ্ট করেননি এই ভারতীয় কূটনীতিক।
বাংলাদেশ ইস্যু নিয়ে কথা হলেও ভারতীয় প্রধানমন্ত্রী মোদি তার এক্স অ্যাকাউন্টে দেয়া পোস্টে বিষয়টি খুব কৌশলে এড়িয়ে গেছেন। তিনি পোস্টে লিখেছেন, তাদের আলোচনা ছিল খুবই ফলপ্রসু। বৈঠকে আঞ্চলিক এবং বৈশ্বিক ইস্যুগুলো নিয়ে তাদের আলোচনা হয়।
এর আগে গেলো ২৬ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে টেলিফোনে কথা বলেন মোদি। ওই সময় তিনি বাইডেনের কাছে বাংলাদেশে সংখ্যালঘুদে উপর কথিত হামলার ব্যাপারে কথা বলেন।