22 C
Dhaka
Thursday, February 20, 2025

প্রেমিককে বেঁধে রেখে প্রেমিকাকে গণধর্ষণ

দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক’কে বিয়েতে রুপ দিতে পরিবারের অমতে কুমিল্লা থেকে পালিয়ে চট্টগ্রামে আসে এক প্রেমিক – প্রেমিকা জুটি।কথা ছিলো শীঘ্রই বিয়ের পিড়িতে বসে তাদের এই সম্পর্কের স্থায়ী পরিণতি দিবে তারা।

তবে তাদের এ পরিকল্পনা ভেস্তে যায় সোমবারের অনাকাঙ্ক্ষিত এক ঘটনায়।চট্টগ্রামে প্রথম দিনে বিভিন্ন জায়গায় ঘুরে একপর্যায়ে রাতে থাকা’র জায়গা ব্যবস্থা করে দেওয়া হবে এমন আশ্বাসে দক্ষিণ খুলশী এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায় তাদের এক যুবক। সেখানে একটি টিনের ঘরে প্রেমিককে বেঁধে রেখে ওই তরুণীকে গণধর্ষণ করা হয়।এতে অংশ নেয় চার যুবক। গণধর্ষণের শিকার তরুণীর বয়স ২৬।

আরও পড়ুনঃ  রাজনীতিতে জড়িয়ে ভুল করেছি, বাদাম বেঁচে খেলেও ভালো করতাম’

এ ঘটনা জানাজানি হলে স্থানীয় ছাত্র – জনতা গণধর্ষণে জড়িত আবুল কালাম (২৮) নামে এক যুবককে খুলশী থানা পুলিশের হাতে সোপর্দ করে । অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে পরে তাকে গ্রেফতার দেখানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিএমপি খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবুর রহমান।তিনি সময়ের কন্ঠস্বর’কে জানান, ‘খুলশীতে গণধর্ষণের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।আরো তিন জনকে শনাক্ত করা হয়েছে বাকিদের গ্রেফতারে চেস্টা চলছে’।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ