বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু বলেছেন, বিএনপি চায় না বাংলাদেশে কোনো জঙ্গি উত্থান হোক, ধর্মান্ধরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক। যারা গণতন্ত্র ও অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে তারা যেন রাষ্ট্রীয় ক্ষমতায় আসে।
নোয়াখালীতে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন বরকত উল্যাহ বুলু।
এ সময় শারদীয় দূর্গাপূজা উৎসবমূখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভার হিন্দু ধর্মাবলম্বী গন্যমান্য ব্যক্তিবর্গ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে স্থানীয় একটি রেস্টুরেন্টে মতবিনিময় করেন।
বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভা বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় বরকত উল্যাহ বুলু আরও বলেন, বিএনপি সবসময় হিন্দু সম্প্রদায়ের পাশে থাকে। বিএনপির সময় সব ধর্মের মানুষ নিরাপদ থাকে এবং স্বাধীনভাবে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামাখ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাকি, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কিশোর চন্দ্র শীল, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিনয় কিশোর রায়।