25 C
Dhaka
Wednesday, February 19, 2025

যুবলীগ কর্মীর বাবাকে গণপিটুনি দিয়ে পুলিশে দিলো এলাকাবাসী

নাটোর চকবৈদ্যনাথ এলাকায় যুবলীগ কর্মী কোয়েলের বাবা আমিনুল ইসলাম আজমকে গণপিটুনি দেয়ার অভিযোগ উঠেছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে পুলিশ তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।

আহত আজম জানান, তিনি রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর ট্রেনে সান্তাহার যাওয়ার জন্য রোববার সকালে নাটোর স্টেশনে যান। এ সময় স্টেশন থেকে কিছু যুবক তাকে তুলে নিয়ে চক বৈদ্যনাথ এলাকায় তার বাড়ির পাশে যান। এরপর তাকে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর হত্যাসহ কয়েকটি মামলায় অভিযুক্ত আমিনুল ইসলাম আজমকে গণপিটুনি দেয় এলাকাবাসী। এ সময় তার কাছ থেকে চাপাতি উদ্ধার করে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আজমকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। আজম সুস্থ হয়ে উঠলে তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।’

আরও পড়ুনঃ  ‘রাসেলস ভাইপারের কামড়, একবারের জন্যও মনে হয়নি মারা যাব’
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ