22 C
Dhaka
Wednesday, February 19, 2025

গভীর রাতে বন্যার্তদের পাশে জামায়াতে ইসলামী

গভীর রাতে লালমনিরহাটের দুই উপজেলায় বন্যার্তদের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছেন জেলা জামায়াত ইসলামী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের পাকারমাথা এলাকায় এ কার্যক্রম শুরু করেন। এরপর বাগডোরা ও আদিতমারি উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের দেড় হাজার পানিবন্দি পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন তারা।

জানা গেছে, গত কয়েকদিনের ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে জেলার কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এসব পানিবন্দি মানুষ খাদ্য সংকটে ভুগছেন। এ অবস্থায় পানিবন্দি মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করে জেলা জামায়াতে ইসলামী ও জেলা ছাত্রশিবির।

আরও পড়ুনঃ  ভারতের মদদে পাহাড়ে প্রতিবিপ্লবের আশঙ্কা

শুকনো খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু, আদিতমারী উপজেলা জামায়াতে ইসলামীর আমির হায়দার আলী, সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক, লালমনিরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি ওসমান গনি, মহিষখোচা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা এনামুল হক প্রমুখ।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ