21 C
Dhaka
Wednesday, February 19, 2025

পা পিছলে পড়ে তরুণ ক্রিকেটারের মৃত্যু

মর্মান্তিক এক দুর্ঘটনায় অকালে প্রাণ হারালেন ভারতের পশ্চিমবঙ্গের এক সম্ভাবনাময় তরুণ ক্রিকেটার। প্রয়াত ক্রিকেটারের নাম আসিফ হোসেন।

মৃত্যুকালে তার বয়স ছিল মাত্র ২৮ বছর। ক্রিকেটারের মৃত্যুর খবরে শোকস্তব্ধ রাজ্যটির ক্রিকেট মহল থেকে ক্রীড়াঙ্গন।

পরিবারের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দিব্যি সুস্থ ছিলেন আসিফ হোসেন। গত সোমবার বাড়ির সিড়ি থেকে হঠাৎ পড়ে গিয়ে মাথায় আঘাত পান। আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই তরুণ এই ক্রিকেটারকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা।

আরও পড়ুনঃ  হালাল খাবার খেতে নিজেরাই রান্না করছেন আফগানিস্তানের ক্রিকেটাররা

বেঙ্গল প্রো ২০ লিগে ঝোড়ো ইনিংস খেলে নজর কেড়েছিলেন আসিফ। এক ম্যাচে ৯৯-এর ইনিংস খেলে প্রশংসা কুড়িয়েছিলেন। এরপর একাধিক রাজ্যের হয়ে খেলেছেন তিনি। তিন-চার বছর আগে বাংলায় ফিরে আসেন। ঘরোয়া ক্রিকেট খেলতেন নিয়মিত। আচমকাই সেই প্রতিভার দৌড় থমকে গেল। হাসপাতালে নিয়ে গিয়েও শেষরক্ষা হলো না।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ