25 C
Dhaka
Wednesday, February 19, 2025

কিশোরগঞ্জ শারদীয় দুর্গাপূজা মণ্ডপের প্রতিমা ভেঙেছে দুর্বৃত্তরা

কিশোরগঞ্জে একটি শারদীয় দুর্গাপূজা মণ্ডপের সবগুলো প্রতিমা ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ৩ অক্টোবর জেলা শহরের বত্রিশ এলাকার শ্রী শ্রী জিউর আখড়া প্রাঙ্গণে গোপীনাথ সংঘের পূজামণ্ডপে হামলা চালিয়ে এ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।

এ ঘটনার পর জরুরি বৈঠক করেছে জেলা প্রশাসন। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন।

স্থানীয়রা জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলা শহরের বত্রিশ এলাকার শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়ায় দুর্গা প্রতিমা বানানোর কাজ চলছিল। বৃহস্পতিবার কে বা কারা আখড়ার দেয়াল টপকে ভেতরে ঢুকে দুর্গা, কার্তিক, গনেশসহ সবগুলো প্রতিমা ভেঙ্গে ফেলে। এ ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আরও পড়ুনঃ  জামায়াতের কাছে ক্ষমা চাইলেন আ. লীগ নেতা

এ ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খানের সভাপতিত্বে কালেক্টরেট সভাকক্ষে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পুলিশ সুপার, সেনাবাহিনী ও র‍্যাবসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেন। সভায় প্রতিমা ভাঙচুরের সাথে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য দাবি জানান হিন্দু সম্প্রদায়ের নেতারা।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ