26 C
Dhaka
Wednesday, February 19, 2025

মধ্যপ্রাচ্যে ‘সর্বাত্মক যুদ্ধ’ ইস্যুতে নতুন তথ্য দিলেন জো বাইডেন

মধ্যপ্রাচ্যে ‘সর্বাত্মক যুদ্ধ’ ছড়িয়ে পড়তে পারে এমন শঙ্কার কথা উড়িয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি না, মধ্যপ্রাচ্যে একটি ‘সর্বাত্মক যুদ্ধ’ ছড়িয়ে পড়তে পারে। কারণ ইসরায়েল তার চিরশত্রু ইরানের ওপর প্রতিশোধমূলক হামলা চালানোর আগে বিকল্প উপায় নিয়ে গভীরভাবে পর্যালোচনা করে।’

এসব সত্ত্বেও বাইডেন বলেছেন, ‘মধ্যপ্রাচ্যে যুদ্ধ এড়াতে আরও কিছু করা দরকার, কারণ ইতোমধ্যে ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে বৈরুতে নতুনভাবে বিমান হামলা শুরু করেছে।’ খবর আরব নিউজের।

আরও পড়ুনঃ  চাদে বিস্ফোরণে নিহত ৯, আহত ৪৬

আরও পড়ুন : হত্যার ঠিক আগে শত্রুপক্ষের সঙ্গে একমত হন নাসরুল্লাহ, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ

স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ অক্টোবর) ওয়াশিংটনে সাংবাদিকরা তার কাছে জানতে চান, এই ধরনের যুদ্ধ এড়ানো যেতে পারে কি না এ বিষয়ে তিনি কতটা আত্মবিশ্বাসী। উত্তরে বাইডেন বলেন, ‘বৃষ্টি হবে না এ বিষয়ে আপনি কতটা আত্মবিশ্বাসী? দেখুন, আমি বিশ্বাস করি না যে সেখানে সর্বাত্মক যুদ্ধ হবে। আমি মনে করি আমরা এটি এড়াতে পারি।কিন্তু এখনও অনেক কিছু করার আছে, এখনও অনেক কিছু করার আছে।’

আরও পড়ুনঃ  বিমানের টয়লেটে বোমা, মহিলা যাত্রীকে নিয়ে ডানায় বিমানবালা!

যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য মিত্ররা ইসরায়েল-লেবানন সংঘাতে শিগগিরই ২১ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিল। তিনি বলেন, তেহরানের আক্রমণের প্রতিক্রিয়া জানানোর ইস্যুতে ইসরায়েলের সাথে বিকল্প নিয়ে আলোচনা করছে ওয়াশিংটন। যার মধ্যে রয়েছে ইসরায়েল ইরানের তেল উৎপাদন কেন্দ্রে আঘাত হানতে পারে। আমরা এসব নিয়ে আলোচনা করছি।’

বাইডেনের মন্তব্য বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার পেছনে প্রভাব ফেলেছে বলে জানা গেছে। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা সম্ভাব্য সরবরাহ লাইন ব্যাহত হওয়ার বিষয়ে ব্যবসায়ীদের উদ্বিগ্ন করে তুলেছে। পরে বাইডেন যোগ করেন, ‘এখন আর কিছুই ঘটবে না।’

আরও পড়ুনঃ  পেপসি, কোকাকোলা বয়কটের মধ্যে জনপ্রিয়তার তুঙ্গে ‘প্যালেস্টাইন কোলা’

এর আগে বুধবার প্রেসিডেন্ট বলেছেন, তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলাকে সমর্থন করবেন না।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ