26 C
Dhaka
Wednesday, February 19, 2025

সৌদিতে সাঁতারের পোশাকে ফ্যাশন শো করে ইতিহাস গড়লেন নারীরা

সৌদি আরবে প্রথমবারের মতো সুইম স্যুট (সাঁতারের পোশাকের) ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৭ মে) এই ঐতিহাসিক ফ্যাশন শোটির আয়োজন করা হয় দেশটিতে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের পশ্চিম উপকূলে অবস্থিত সেন্ট রেজিস রেড সি রিসোর্টে উদ্বোধনী রেড সি ফ্যাশন সপ্তাহের দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় সুইম স্যুট ফ্যাশন শো।

এ শোতে মরক্কোর ডিজাইনার ইয়াসমিনা কানজালের পোশাক পরে শোতে অংশ নেন মডেলরা। এতে পর্দানশীল পোশাকের পরিবর্তে উন্মুক্ত সুইমিং কস্টিউমে দেখা যায় মডেলদের।

আরও পড়ুনঃ  দলে দলে দেশ ছেড়ে পালাচ্ছে ইসরায়েলিরা

জানা যায়, সেন্ট রেজিস রেড সি রিসোর্টটি রেড সি গ্লোবালের অংশ এবং সৌদি আরবের ভিশন ২০৩০ সামাজিক ও অর্থনৈতিক সংস্কার কর্মসূচির কেন্দ্রস্থলে তথাকথিত গিগা-প্রকল্পগুলোর একটি।

সৌদি আরবে নারীদের জন্য একাধিক বিধিনিষেধ রয়েছে। যা মেনে না চললে রয়েছে নানান ধরনের শাস্তির ব্যবস্থাও। সেই দেশের বিধিনিষেধের বেড়াজাল টোপকে সাঁতারের পোশাকে এই প্রথম ফ্যাশন শোয়ের আয়োজন নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার সৃষ্টি হয়েছে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ