22 C
Dhaka
Wednesday, February 19, 2025

রাষ্ট্র সংস্কারে যেসব প্রস্তাবনা দিল জামায়াত

নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, আইনশৃঙ্খলা শিক্ষা এবং বিনোদনসহ নানা দেশের সমগ্র বিষয়ে রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে ১২টায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ‘রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা’ উপস্থাপন করেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

তিনি বলেন, নির্বাচনকে সুষ্ঠু করার জন্য নির্বাচন সেক্টরের অনেক সংস্কার প্রয়োজন। পাশাপাশি বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করতে হবে।

প্রয়োজনে আইনের সংশোধন করতে হবে। একইসঙ্গে সংসদে বিরোধী দলের ডেপুটি স্পিকার নিয়োগ দিতে হবে।

আরও পড়ুনঃ  দেশে-বিদেশে কী নেই হারুনের

কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রভাব মুক্ত রাখতে হবে। আইনশৃঙ্খলা সংস্কারের মধ্যে পুলিশের ব্রিটিশ আইন বাতিল করতে হবে।

পুলিশের নিয়োগে দলীয় হস্তক্ষেপ বন্ধ করতে হবে। পুলিশ ট্রেনিংয়ে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা রাখতে হবে। পুলিশের কাছে মারণাস্ত্র দেওয়া যাবে না। পাশাপাশি র‍্যাবে যারা গত ১৫ বছর কাজ করেছেন তাদের ফিরিয়ে আনা যাবে না ও র‍্যাবের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে সংস্কার করতে হবে।

তিনি আরও বলেন, সরকারি চাকরিতে কোনো ফি রাখা যাবে না। চাকরির ক্ষেত্রে প্রথমে ৩৫ বছর, পরবর্তীতে ৩৩ বছর আর অবসরে ৬২ বছর রাখতে হবে। যারা বিগত সরকারের কথায় নিয়োগ পেয়েছে তাদের বাতিল করতে হবে।

আরও পড়ুনঃ  শনিবার পাইওনিয়ার রোড ও কাকরাইলে সভা-সমাবেশ নিষিদ্ধ

জামাতের এই নেতা বলেন, মন্ত্রণালয়ভিত্তিক দুর্নীতি দমন কমিশন থাকতে হবে।

সংবিধান সংস্কারের বিষয়ে তিনি বলেন, সংবিধান সংস্কারের ক্ষেত্রে একই ব্যক্তি পর পর দুইবার প্রধানমন্ত্রী হতে পারবে না।

শিক্ষার সংস্কারের বিষয়ে তিনি বলেন, প্রতিটি শ্রেণীতে মহানবী (সা.) – এর পাঠ থাকতে হবে এবং কারিগরি শিক্ষাকে মূল ধারায় আনার ব্যবস্থা করতে হবে।

বিনোদন জগতের সংস্কারের বিষয়ে তিনি বলেন, নাটক সিনেমায় অশ্লীলতা বাদ দিতে হবে এবং কোনো ধর্মীয় বিষয়ে আঘাত আনে এমন কিছু করা যাবে না।

আরও পড়ুনঃ  জীবন বাঁচাতে মসজিদে আশ্রয় নিয়েছেন বন্যার্ত সনাতন ধর্মাবলম্বীরা

পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে পানি বণ্টনের বিষয়ে তিনি বলেন, জাতিসংঘের সহায়তায় ভারত, চীন, নেপাল ও মিয়ানমারের মধ্যে পানি বণ্টন সমঝোতা চুক্তি করতে হবে।

বিস্তারিত আসছে….

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ