26 C
Dhaka
Wednesday, February 19, 2025

বাবা-মেয়ের পর ভিমরুলের কামড়ে প্রাণ গেল ছোট্ট সিফাতেরও

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ভিমরুলের কামড়ে বাবা ও মেয়ের মৃত্যুর পর না ফেরার দেশে পাড়ি জমিয়েছে শিশু সিফাতুল্লাহও। শনিবার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে একই দিন দুপুরের দিকে তারা ভিমরুলের কামড়ে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে বাবা ও মেয়ে মারা যায়।

নিহতরা হলেন- উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের দুধনই বাজার মসজিদের ইমাম মো. আবুল কাশেম (৫০), তার আট বছর বয়সী মেয়ে লাবিবা আক্তার ও ছেলে সিফাতুল্লাহ (৬)।

আরও পড়ুনঃ  নামাজরত অবস্থায় ইটের নিচে চাপা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

ধোবাউড়া থানার ওসি মো. আল মামুন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধান আসামিকে নিয়ে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

জানা গেছে, ধোবাউড়া উপজেলার অধিকাংশ এলাকা এখন বন্যাকবলিত। সকালে বাড়ি থেকে নৌকাযোগে বাজারের উদ্দেশে রওনা দেন ইমাম আবুল কাশেম এবং তার দুই শিশু সন্তান। এ সময় একটি জঙ্গলের নিচ দিয়ে তাদের বহনকারী নৌকা যাওয়ার সময় ভিমরুলের চাকে আঘাত লাগে। এতে শত শত ভিমরুল তাদের ওপর আক্রমণ করে।

স্থানীয়রা বাবা, মেয়ে ও ছেলেকে উদ্ধার করে ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাবা আবুল কাশেম এবং ছেলে সিফাতুল্লাহকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুপুর ১টার দিকে আবুল কাশেম মারা যায়। এরপর বিকেল ৩টায় ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায় মেয়ে লাবিবা। সবশেষ রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সিফাতুল্লাহও।

আরও পড়ুনঃ  ভাতিজাকে বিয়ে করতে চাচির অনশন

স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক বলেন, ভিমরুলের কামড়ে একই পরিবারের তিনজন মারা গেছে। নিহতের পরিবার এবং স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ