দেশের ঐতিহ্যবাহী তাওহীদি সংগঠন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের একমাত্র যুব ও অঙ্গ সংগঠন জমঈয়ত শুব্বানে আহলে হাদিস বাংলাদেশ এর উদ্যোগে প্রথম বারের মতো “কর্মী সম্মেলন ২০২৪” অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঢাকার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, এর কাউন্সিল হলে সকাল ১০ ঘটিকায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে উক্ত প্রোগ্রামটি শুরু হয়ে দুটি পর্বে অনুষ্ঠিত হয়েছে।
অত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জনাব, মুহা. আব্দুল্লাহ আল-ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদিসের সভাপতি অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক সালাফি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মাস্কো গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব, আলহাজ্ব এম. এ. সবুর। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, অধ্যাপক ড. মো: শামছুল আলম। এছাড়াও দেশবরেণ্য গন্যমান্য ব্যক্তিবর্গসহ দেশের প্রায় ৩৩টি সাংগঠনিক জেলা থেকে সহস্রাধিক নেতৃবৃন্দ ও কর্মীগন উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা যুবসমাজের উদ্দেশ্যে কুরআন – সহী হাদীস ভিত্তিক জীবন গড়া এবং সমগ্র বিশ্বে কুরআন – সহী হাদীসের দাওয়াত ছড়িয়ে দিতে বিভিন্ন দিকনির্দেশনা ও অনুপ্রেরণা মূলক বক্তব্য প্রধান করেন। সমাপনী বক্তব্যে কেন্দ্রীয় ও উক্ত অনুষ্ঠানের সভাপতি
জনাব মুহা. আব্দুল্লাহ আল-ফারুক জাতির উদ্দেশ্য ১১ দফা দাবির লিখিত প্রস্তাবনা তুলে ধরেন।