22 C
Dhaka
Wednesday, February 19, 2025

সচিবালয়ের ভেতর থেকে ৫৩ শিক্ষার্থী আটক

এইচএসসি পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ এবং ফলাফলে ত্রুটি সংশোধনের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করেছেন প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী। এই ঘটনায় মোট ৫৩ জনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

আজ বুধবার (২৩ অক্টোবর) বিকাল চারটার দিকে তাদের আটক করে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়। এসময় লাঠিচার্জের ঘটনাও ঘটেছে।

এর আগে, দুপুর ২টা ৫০ মিনিটের দিকে পুলিশের বাধা উপেক্ষা করে সচিবালয়ে প্রবেশ করেন তারা। তখন শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই; উই ওয়ান্ট জাস্টিস, মুগ্ধের বাংলায়- বৈষম্যের ঠাঁই নাই, তুমি কে আমি কে ছাত্র-ছাত্র; আপোষ না সংগ্রাম-সংগ্রাম-সংগ্রাম ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

আরও পড়ুনঃ  অনলাইন জুয়া নিয়ে ভয়ংকর তথ্য দিলেন পলক

তখন আন্দোলরত শিক্ষার্থীদের স্লোগান বন্ধ করে শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান সচিবালয়ে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শিক্ষার্থীরা জানান, আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। বোর্ড থেকে কিছু শিক্ষার্থীকে ভালো ফল দেয়া হয়েছে, অথচ আমরা ভালো লিখে আমাদের প্রাপ্য প্রাপ্তি থেকে বঞ্চিত হয়েছি। আমরা দ্রুত সময়ের মধ্যে এই ফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়নের দাবি করছি।
উল্লেখ্য, ২০ আগস্ট শিক্ষার্থীরা নতুন করে পরীক্ষা ছাড়া সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে এইচএসসি ফল প্রকাশের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়েন। তারা বলেছিলেন, একটা বোর্ড পরীক্ষা ৬-৭ মাস ধরে ঝুলে থাকবে, তা কীভাবে হয়? আমাদের জানানো হয়েছিল ১১ সেপ্টেম্বর পরীক্ষা হবে, তাহলে ফলাফল প্রকাশের জন্য এত সময় কেন লাগবে?

আরও পড়ুনঃ  খুলনায় শেখ হেলালের বাড়িতে হামলা, আ. লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ