21 C
Dhaka
Thursday, February 20, 2025

নোয়াখালীতে মা ও মেয়েকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি দুর্গম চরে মা ও মেয়েকে ঘর থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত রোববার ( ২০ অক্টোবর) রাতে ঘটনাটি ঘটার পর স্থানীয় সমাজপতিদের কাছে বিচার চেয়ে পাননি ভুক্তভোগীরা। পরে বাধ্য হয়ে শনিবার সন্ধ্যায় ভুক্তভোগীরা স্থানীয় পুলিশ ক্যাম্পে গিয়ে অভিযোগটি জানান। পরে তাঁদের থানা হেফাজতে নেয় পুলিশ।

নির্যাতনের শিকার নারী অভিযোগ করেন, তাঁর স্বামী কাভার্ড ভ্যানচালক। বাড়িতে তিনি তাঁর মেয়ে (১৭), এক দেবরসহ (২১) থাকেন। তাঁদের বাড়ির আশপাশে তেমন কারও বাড়িঘর নেই। গত রোববার রাত ১১টার দিকে ছয় যুবক তাঁর বাড়িতে আসে। তাঁরা ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে তাঁর দেবরের মুখ, হাত-পা বেঁধে রাখে। এরপর তাঁর মেয়ে ও তাঁকে ঘর থেকে বের করে দুটি পৃথক স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই যুবকেরা। যাওয়ার সময় ঘর থেকে টাকাপয়সাসহ জিনিসপত্রও লুট করে নিয়ে যান তাঁরা। ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকিও দিয়ে যায়।

আরও পড়ুনঃ  পুরুষের কোন বয়সে সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে?

ঘটনার পর পরদিন সকালে ভুক্তভোগীরা বিষয়টি স্থানীয় সমাজপতিদের কাছে বিচার চান। তাঁরা বিচারের নামে টালবাহানা করতে থাকেন। পরে বাধ্য হয়ে গতকাল শনিবার সন্ধ্যায় স্থানীয় চর বালুয়া পুলিশ ক্যাম্পে গিয়ে মৌখিক অভিযোগ করেন ভুক্তভোগীরা।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানিয়েছেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ