২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি কুষ্টিয়ায় পদ্মা নদীতে নিখোঁজ কুমারখালী থানার দুই পুলিশ কর্মকর্তার। জানা গেছে, আজ দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করবে খুলনা থেকে আসা ডুবুরি দল।
এর আগে, রোববার (২৭ অক্টোবর) রাতে ইলিশ রক্ষায় অভিযানে যান কুমারখালি থানা পুলিশের একটি দল। এ সময় জেলেদের হামলায় পদ্মায় নিখোঁজ হন কুমারখালী থানার এএসআই সদরুল হাসান ও মুকুল হোসেন। আহত হন এসআই নজরুল ও স্থানীয় দুই ইউপি সদস্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ৩টার দিকে কুমারখালী থানা পুলিশের এসআই নজরুলের নেতৃত্বে একটি টিম উপজেলার কয়া ইউনিয়নের বেড়কালোয়া গ্রাম এলাকায় পদ্মা নদীতে যান জেলেদের অবৈধ ইলিশ নিধনে অভিযানে। এরই মধ্যে পুলিশের সঙ্গে জেলেদের বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কুমারখালী থানা পুলিশের এসআই সদরুল হাসান এবং মুকুল হোসেন নৌকা থেকে নদীতে পড়ে যান। আহতাবস্থায় বেঁচে রক্ষা পান এসআই নজরুল, কয়া ইউনিয়ন পরিষদের দুই সদস্য আনোয়ার হোসেন ও ছানোয়ার হোসেন।
কুমারখালী ফায়ার স্টেশনের সাব স্টেশন কর্মকর্তা ফিরোজ হোসেন জানান, পুলিশের পক্ষ থেকে তাদের জানানো হয় জেলেরা পুলিশবাহী নৌকা ডুবিয়ে দিয়েছে। এতে দুই পুলিশ কর্মকর্তা নিখোঁজ রয়েছে।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধারে কাজ করছে। পদ্মায় আসামি ধরতে গিয়ে তারা হামলার শিকার হয়েছেন বলে দাবী করেন তিনি।