22 C
Dhaka
Wednesday, February 19, 2025

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে মিজানুর রহমান আজহারীর স্ট্যাটাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ইসলামিক আলোচক ড. মিজানুর রহমান আজহারী। পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই এটি ভাইরাল হয়ে যায়। বুধবার (৩০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়’ লিখে স্ট্যাটাস দিয়েছেন মিজানুর রহমান আজহারী।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম থেকে যেভাবে মুসলিম শব্দটি বাদ পড়লজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাম থেকে যেভাবে মুসলিম শব্দটি বাদ পড়ল
পোস্টটি দেওয়ার পর নিমিষেই সেটি ভাইরাল হয়ে যায়। বিকেল ৪টার দিকে তিনি স্ট্যাটাসটি দেন। এখন পর্যন্ত পোস্টটিতে তিন লাখ ৫৭ হাজার রিঅ্যাক্ট পড়েছে। মন্তব্য পড়েছে প্রায় ২৪ হাজার ও শেয়ার হয়েছে প্রায় ১০ হাজার।

আরও পড়ুনঃ  হত্যা মামলায় সালমান এফ রহমান ফের রিমান্ডে

এর আগে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, এ ভূখণ্ডে বিভিন্ন নাম থেকে ‌‘ইসলাম’ ও ‘মুসলিম’ শব্দ মুছে দেওয়ার অন্যতম ভিকটিম- ‘জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়’।

জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়, কেন লিখলেন আজহারী? জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়, কেন লিখলেন আজহারী?

উল্লেখ্য, ১৯৭০ সালের ২০ আগস্ট তৎকালীন সরকার এক অর্ডিন্যান্সের মাধ্যমে রাজধানী ঢাকার পূর্ব নাম জাহাঙ্গীরনগরের সঙ্গে মিলিয়ে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামকরণ করেন। মুসলিম বিশ্ববিদ্যালয় নামে এটি ছিল দেশের প্রথম ও একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয়। এরপর ১৯৭১ সালের ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ১৯৭৩ সালে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট পাস হলে ‌‘মুসলিম’ শব্দ বাদ দিয়ে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাখা হয়

আরও পড়ুনঃ  এমপি আনার হত্যা: আগামীকাল দেশে ফিরছে ডিবির প্রতিনিধি দল
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ