22 C
Dhaka
Thursday, February 20, 2025

হোটেলে খেতে গিয়ে দায়িত্ব হারালেন প্রিজাইডিং কর্মকর্তা

ঠাকুরগাঁওয়ে ভোটকেন্দ্রের বাইরে হোটেলে রাতের খাবার খেতে যাওয়ায় দায়িত্ব থেকে প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২১ মে) রাত ৮টায় দিকে প্রিজাইডিং কর্মকর্তা মাজহার ইবনে মোবারককে প্রত্যাহার করা হয়। তিনি ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বে ছিলেন।

মাজহার ইবনে মোবারক জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত। প্রত্যাহার হওয়া এ প্রিজাইডিং কর্মকর্তা বলেন, আমি রাতের খাবার খেতে বাইরে হোটেলে গিয়েছিলাম। তখন জেলা প্রশাসক ও পুলিশ সুপার আসেন। এটি আমার জানা ছিল না।

আরও পড়ুনঃ  শাটডাউন সায়েন্সল্যাব: জড়ো হচ্ছেন সাত কলেজের শিক্ষার্থীরা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের (২য় ধাপ) রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোলেমান আলী বলেন, নিয়ম না মেনে তিনি কেন্দ্রের বাইরে যাওয়ায় তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। সেখানে নতুন এক প্রিজাইডিং কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।

এ নির্বাচনে চারজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। প্রার্থীরা হলেন- সাবেক ছাত্র নেতা কামরুল হাসান খোকন (কাপ-পিরিচ), সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো (আনারস), সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার (মোটরসাইকেল), রওশনুল হক তুষার (ঘোড়া)।

আরও পড়ুনঃ  হারুন ছাড়াও ডিএমপির আরও ৫ কর্মকর্তাকে বদলি

একটি পৌরসভা ও ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত সদর উপজেলার মোট ভোটার ৪ লাখ ৮৭ হাজার ১৭৫ জন।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ