27 C
Dhaka
Thursday, February 20, 2025

ঝগড়া করার লোক পাচ্ছেন না মাহি

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি। রাজনীতির মাঠ থেকে সংসার জীবন কোনোটাতে স্থায়ী আবাস গড়া হয়নি তার। কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনা-সমালোচনায় থাকেন এই অভিনেত্রী।

এবার মাহির একটি স্ট্যাটাস নিয়ে শোরগোল পড়ে গেছে সামাজিক যোগযোগমাধ্যমে, যা নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। ভক্ত-অনুরাগীরা ভাবছেন, হয়তো হতাশা থেকে এমন কথা বলেছেন মাহি।

গত ১৬ নভেম্বর নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটস দিয়েছেন তিনি। ক্যাপশনে মাহি লিখেছেন, ‘ঝগড়া করারও কেউ নেই।’ অভিনেত্রী পোস্টটি করা মাত্রই তার কমেন্টসবক্সে মন্তব্যের ঝড় উঠেছে নেটিজেনদের। একজন লিখেছেন, আমারও ঝগড়া করতে ইচ্ছে করছে। আরেকজন লেখেন, কোনো চিন্তা করবেন না, যার কেউ নেই তার জন্য আমি আছি।

আরও পড়ুনঃ  বন্ধ হতে পারে ‘তুফান’ সিনেমার প্রদর্শন

প্রসঙ্গত, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। সেই সংসার ভেঙে যাওয়ার পর ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন এই নায়িকা। তাদের সংসারে একটি পুত্রসন্তানও রয়েছে। কিন্তু দাম্পত্য জীবনের আড়াই বছর মাথায় দাম্পত্য জীবনের ইতি টেনেছেন মাহি-রাকিব।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ