22 C
Dhaka
Wednesday, February 19, 2025

ছাত্রদের উসকানিতে না পড়ার আহ্বান আসিফ মাহমুদের

ছাত্রদের যেকোনো ধরনের উসকানিতে না পড়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদের বলেন, সাত কলেজের শিক্ষার্থীরা যখন আন্দোলন করলো, তখন তাদের প্রতিনিধিদলের সঙ্গে শিক্ষা উপদেষ্টা এবং আমি সেই আলোচনায় ছিলাম। সেখানে যথেষ্ট ভালো আলোচনা হয়েছে এবং তারা সন্তুষ্ট ছিল। সেখানেই বিষয়টি শেষ হয়ে গিয়েছিল। সেখানে সমাধানের পথটা দেখানো হয়েছিল।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় গুঁড়িয়ে দেয়া হলো আওয়ামী লীগের কার্যালয়

তিতুমীর কলেজের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, তিতুমীর কলেজে যে ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক। তারা বলছেন অনুপ্রবেশকারীরা, আমরা দেখেছি কীভাবে ট্রেনের ভেতরে পাথর ছুড়ে একটা বাচ্চার পর্যন্ত মাথা ফেটে গেছে। এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটেছে। আজও ঢাকা কলেজ-সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখনো স্পষ্ট না কি বিষয় নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ অঞ্চলটাতে প্রায়ই এমন ঘটনা দেখে থাকি। এক্ষেত্রে ছাত্রদের প্রতি আমার আহ্বান থাকবে তারা যেন যেকোনো ধরনের উসকানিতে না পড়ে। ছাত্ররা যেন নিজেদের নাগরিক দায়িত্ব পালন করে।

আরও পড়ুনঃ  আপা কিন্তু চুয়াডাঙ্গার পাশেই, টুপ করে ঢুকে পড়বে, খেয়াল রাখবেন: হাসনাত আবদুল্লাহ
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ