ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মহিলা মোর্চার এক নেত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩৪ বছর বয়সী ওই বিজেপি নেত্রী গুজরাট সুরাতে অবস্থিত তার নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন। তার স্বামী একজন কৃষক এবং তাদের তিনটি সন্তান রয়েছে। পুলিশ জানিয়েছে, তার মৃত্যুর কারণ উদঘাটনে সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। খবর এনডিটিভি
পুলিশের সিনিয়র অফিসার বিজয় সিং গুরজার বলেন, দিপীকা প্যাটেল গতকাল তার নিজ বাসায় আত্মহত্যা করেছেন। পরবর্তীতে একজন করপোরেটর এবং তার পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ আরও জানায়, মৃত্যুর কারণ জানতে তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানে হয়েছে। তবে চিকিৎসক তার অনুমানের ভিত্তিতে জানিয়েছেন, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শ করেছে। তবে ঘটনাস্থলে আত্মহত্যার কোনো চিরকুট পাওয়া যায়নি। তার মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া তার ফোনের কল রেডর্ক বিশ্লেষণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, দিপীকা মৃত্যুর আগে চিরাগ সোনালিকা নামের একজনকে ফোন করেছিলেন। তিনি তাকে মানসিক যন্ত্রণার মধ্যে আছেন বলে জানান, এজন্য তিরি আর বাঁচতে চান না। এরপরই চিরাগ তার বাসায় ছুটে যান এবং ঘরের দরজা ভেঙে দেখেন দিপীকার দেহ ঝুলছে। এরপর সে ডাক্তারকে ফোন করে ঘটনা জানালে, চিকিৎসক তাকে হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।
পুলিশ প্রকৃত কারণ জানতে তার স্বামী এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেছে। পরিবারের সদস্যরা জানিয়েছে, তাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়া হয়েছে এমন সন্দেহজনক কেউ নেই।