22 C
Dhaka
Friday, February 21, 2025

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪৪৫০০

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর বোমা হামলায় নারী-শিশুসহ আরও ৩৭ জন নিহত হয়েছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৫৩২ জনে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ও তুরস্কের বার্তা সংস্থা আনাদুলুর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় নারী-শিশুসহ আরও ৩৭ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১০৮ জন। এর মধ্যে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজার আল-মাওয়াসিতে কমপক্ষে ২০ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। বোমা হামলায় অনেক নারী ও শিশুরা আগুনে পুড়ে মারা গেছেন।

আরও পড়ুনঃ  'ভেঙে পড়ছে বাংলাদেশ', বলছেন ভারতীয় ধর্মগুরুরা

এদিকে, হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ দাবি করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

আরও পড়ুনঃ  বাংলাদেশকে বড় সুখবর দিলো চীন

উল্লেখ, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় এ পর্যন্ত কমপক্ষে ৪৪ হাজার ৫৩২ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও এক লাখ ৫ হাজার ৫৩৮ জন।

অন্যদিকে, ইসরায়েলে হামাসের হামলায় এক হাজার ১৩৯ জন নিহত হয়েছে। বন্দি রয়েছে ২০০ জনেরও বেশি ইসরায়েলি নাগরিক।

এছাড়া লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ৪৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬ হাজার ৬৩৮ জন।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ