25 C
Dhaka
Wednesday, February 19, 2025

স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হল ভারতীয় সমর্থককে

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের উত্তেজনা মাঠ থেকে গ্যালারিতেও ছড়িয়ে পড়েছে। দিন-রাতের অ্যাডিলেড টেস্টে স্যান্ডপেপার ইস্যু নিয়ে ভারতীয় এক সমর্থকের কর্মকাণ্ড নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ভারতের এক সমর্থককে অ্যাডিলেড স্টেডিয়াম থেকে ঘাড় ধরে বার করে দিয়েছেন নিরাপত্তারক্ষীরা।

দিন-রাতের টেস্ট চলাকালীন গ্যালারিতে বসে থাকা এক ভারতীয় সমর্থক একটি স্যান্ডপেপার বার করে অস্ট্রেলিয়ার দর্শকদের দেখাচ্ছিলেন। ছ’বছর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্যান্ডপেপার ব্যবহার করে বল বিকৃত করার অভিযোগ উঠেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তিন ক্রিকেটারকে শাস্তি পেতে হয়েছিল। সেই ঘটনার কথা মনে করিয়ে দিতে চেয়েছিলেন ওই সমর্থক। কিন্তু অস্ট্রেলিয়ার সমর্থকেরা বিষয়টি ভাল ভাবে নেননি।

আরও পড়ুনঃ  এবার সেভেন সিস্টার নিয়ে ভারতকে সতর্ক করলো ব্রিটিশ সংস্থা

স্টেডিয়ামে থাকা নিরাপত্তারক্ষীদের কাছে অভিযোগ করেন অসি সমর্থকেরা। নিরাপত্তারক্ষীরা ওই ভারতীয় সমর্থককে ধরে স্টেডিয়ামের বাইরে নিয়ে যান। যাওয়ার সময়ও একটি হলুদ রঙের স্যান্ডপেপার বার করে অসি সমর্থকদের দেখাতে থাকেন ওই ব্যক্তি। সেই সময় দেখা যায়, অনেক ভারতীয় সমর্থক তাঁর সমর্থনে চিৎকার করছেন। পাল্টা অস্ট্রেলিয়ার সমর্থকদেরও বিদ্রুপ করতে শোনা যায়।

২০১৮ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট চলাকালীন অস্ট্রেলিয়ার ক্যামেরন ব্যাঙ্করফ্ট একটি স্যান্ডপেপার দিয়ে বল বিকৃত করার চেষ্টা করেছিলেন। ক্যামেরায় ধরা পড়ে যান তিনি। পরে জানা যায়, অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক স্টিফ স্মিথ ও সিনিয়র ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের নির্দেশেই সেই কাজ করেছিলেন ব্যাঙ্করফ্ট। তাঁকে ন’মাস নির্বাসিত করা হয়। স্মিথ ও ওয়ার্নারকে এক বছরের নির্বাসন দেওয়া হয়। সেই স্মৃতি ফিরল অ্যাডিলেডে।

আরও পড়ুনঃ  ভোট গণনা শেষ, কে হলেন ইরানের নতুন প্রেসিডেন্ট

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ় এখন ১-১ রয়েছে। পার্‌থে প্রথম টেস্ট জিতেছে ভারত। অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে ফিরেছে অস্ট্রেলিয়া। এখনও তিনটি টেস্ট বাকি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে এই তিনটি টেস্ট দু’দলের কাছেই খুব গুরুত্বপূর্ণ। ১৪ ডিসেম্বর, শনিবার থেকে ব্রিসবেনে তৃতীয় টেস্ট খেলতে নামবে ভারত ও অস্ট্রেলিয়া।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ