22 C
Dhaka
Thursday, February 20, 2025

ডিএমপির সাবেক এডিসি সানজিদা সাময়িক বরখাস্ত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সানজিদা আফরিনকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল রোববার এক প্রজ্ঞাপনে জানানো হয়, তাঁকে সরকারি চাকরিবিধি অনুযায়ী বরখাস্ত করা হয়েছে।

আজ সোমবার তাঁর প্রজ্ঞাপনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বরখাস্তকালে তিনি বরিশাল রেঞ্জে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

সানজিদার বিরুদ্ধে অভিযোগ, তিনি গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জাহাঙ্গীর আরিফকে দুটি আলোচিত হত্যা মামলায় চূড়ান্ত প্রতিবেদন তৈরির নির্দেশ দেন। ওই মামলায় আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী ও সংসদ সদস্যরা আসামি ছিলেন। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।

আরও পড়ুনঃ  বরিশালে জাতীয় নাগরিক কমিটির সভায় হামলা

এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে শাহবাগ থানায় ছাত্রলীগ নেতাদের মারধরের ঘটনায় সানজিদা আফরিন আলোচনায় আসেন।

সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ