24 C
Dhaka
Tuesday, February 18, 2025

মাশরাফি-সাকিবের পরিণতি দেখে রাজনীতি করার ইচ্ছে নেই আফ্রিদির!

বিপিএলে চিটাগাং কিংসের শুভেচ্ছেদূত হিসেবে বাংলাদেশে এসেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। এরই মাঝে তামিম ইকবাল, আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবি ও শাহীন আফ্রিদির সঙ্গে নৈশভোজ ও আড্ডায় মাতেন সাবেক এই তারকা অলরাউন্ডার।

আগে থেকেই শহীদ আফ্রিদি নিজের ইউটিউবে ভ্লগ প্রকাশ করে আসছেন। শুক্রবার (৩ জানুয়ারি) তেমনই একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। ভিডিওতে তামিম আফ্রিদিকে জিজ্ঞেস করেন— তার রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা আছে কি না! জবাবে পাক কিংবদন্তি মজা ও খোঁচা দিয়ে বলেন, ‘আরে তোমাদের অবস্থা তো দেখতেছি, আমি (রাজনীতিতে) আসতেছি না।’ তখন সবাই সমস্বরে হেসে ওঠেন।

আরও পড়ুনঃ  আইসিসির ‘বিশেষ একাদশে’ তিন বাংলাদেশি, অধিনায়ক তানজিম সাকিব

আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হয়েছিলেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা। তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুথানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এতে বিপাকে পড়েন এই দুই ক্রিকেটার। হামলা হয় মাশরাফির লড়াইলের বাড়িতে। আর হত্যা মামলার আসামী হয়েছেন সাকিব আল হাসান। তাই আফ্রিদি সাকিব ও মাশরাফিকে ইঙ্গিত করেই এমন মন্তব্য করেছেন বলে মনে করছেন অনেকে।

আফ্রিদি তামিমের কাছে জানতে চান, ‘তামিম, তুমি কি পুরোপুরি অবসর নিয়ে ফেললে? (আন্তর্জাতিক ক্যারিয়ার) শেষ?’ পাশে চেয়ারে বসেই জবাবে তামিম বলেন, ‘জাতীয় দল থেকে…জাতীয় দলে আর খেলছি না।

আরও পড়ুনঃ  অক্টোবরের আগে গোনায়ই ধরেনি, তাদের ভয়েই কাঁপছে বড় দুই দল
সর্বশেষ সংবাদ
জনপ্রিয় সংবাদ